একের পর এক বোমা হামলায় জর্জরিত সন্ত্রাসের জনপদ লাহোরে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনালের আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এ পরিকল্পনাকে পাগলামি মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। দেশটির এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, `ফাইনালের সময় লাহোরে যদি কোন বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোন ক্রিকেট খেলা হবে না। আর এমন পরিস্থিতিতে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।` এদিকে লাহোরে বোমা হামলা প্রসঙ্গ টেনে এনে বিশ্বকাপ জয়ী এই তারকা আরও বলেন, আমার মতে এটি একটি ভয়ঙ্কর চিন্তা। আমারা হয়তো এ ম্যাচ উপলক্ষ্যে আর্মি নামিয়ে খেলা আয়োজন করবো। তবে এটা ভালো কোন শুভবার্তা দিবে না। আর এটা তো কোন আন্তর্জাতিক ম্যাচ না। এদিকে ফাইনাল লাহোরে হলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ের না খেলার সম্ভাবনা আছে। বিদেশি খেলোয়াড় ছাড়া ফাইনাল লাহোরে হলে সেটি পাকিস্তানের ক্রিকেটে কোনো কাজে আসবে না বলেও মনে করেন ইমরান খান। এমআর/এমএস
Advertisement