যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়।স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বিমানটি যে বাড়িটির ওপর বিধ্বস্ত হয়েছে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এর আশেপাশের বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে। দ্য রিভারসাইড প্রেস এন্টারপ্রাইস পত্রিকা দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে। উড্ডয়নের কিছু পরেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে এটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিমান দুর্ঘটনার তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেসন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন আরোহী ছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে দুই ইঞ্জিনের চেসসেনা-৩১০ ক্ষুদে বিমান সাধারণত ছয়জন আরোহীকে বহন করতে সক্ষম। টিটিএন/আরআইপি
Advertisement