জাতীয়

হরতালের প্রভাব নেই মিরপুরে

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে চলছে অর্ধদিবস হরতাল। তবে এ হরতালে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই যানবাহন চলছে রাজধানীর মিরপুর এলাকাতে। হরতালের প্রভাব নেই এই এলাকাতে। মঙ্গলবার সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে  মঙ্গলবার সকাল ৬টা থেকে অর্ধদিবস শুরু হয়েছে।দেখা গেছে, এলাকাটিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও ক্রমান্বয়ে বাড়ছে। হরতালের সমথর্নে এই এলাকায় হরতালকারীদের অবস্থান লক্ষ্য করা যায়নি।মিরপুর গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১ নম্বর, ২ নম্বর, ১১ নম্বর, ১২ নম্বরসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিকই রয়েছে। সড়কের কোথাও কোথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই এলাকাতে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি।বিহঙ্গ পরিবহনের সুপার ভাইসর রাশেদ জানান, সকাল থেকেই সড়কে তাদের পরিবহনগুলো নিরাপদেই চলছে। কোনো সমস্যা হয়নি।জোহরা মিজান নামে এক অভিভাবক বলেন, আগের মতো ধ্বংসাত্মক হরতাল পালিত হচ্ছে না। সকালে সড়কে বের হয়ে মনেই হয়নি হরতাল চলছে। তাই সন্তানকে নিয়ে স্কুলের দিকে রওয়ানা হলাম।কাজী পাড়ার চা বিক্রেতা হুমায়ুন জানান, হরতাল চলছে বলে মনেই হচ্ছে না। কারণ, হরতাল থাকলেও জীবিকার টানে মানুষ এখন ঘরে বসে থাকে না।  এমএম/এনএফ/আরআইপি

Advertisement