একুশে বইমেলা

লেখকরা পাঠকের চাহিদা পূরণ করতে পারছে না

বুলবুল সরওয়ার। বাংলাদেশের একজন শক্তিমান লেখক, কবি, ঔপন্যাসিক ও অনুবাদক। একজন নামকরা চিকিৎসকও। বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। ভালোবাসেন বাংলাদেশ, রিকশা-ভ্রমণ, কবিতা ও কফি। এবারের বইমেলায় তার ৭টি বই বের হয়েছে- জেরুসালেম, রুবাইয়াত, শিল্প ও কবিতা, রুবাইয়াত-ই-বুলবুল, বীর বলে ডাকব যাদের, প্রণয় পঙক্তি এবং মহানগরী (উপন্যাস)। বইমেলা নিয়ে তিনি কথা বলেছেন জাগোনিউজ২৪.কমের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবু।জাগো নিউজ : মেলার শেষ প্রহর। প্রথম থেকেই ছিলেন এবারের মেলায়। কেমন দেখলেন?বুলবুল সরওয়ার : অনেক ভালো আয়োজনের মধ্য দিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। নান্দনিক নকশা ফুঠে উঠেছে এবারের মেলায়। দর্শক প্রাণ খুলে হাঁটতে পেরেছে। প্রচুর দর্শক এলেও বিশাল জায়গার কারণে বিরক্ত হয়নি।জাগো নিউজ : কোনো ত্রুটি চোখে পড়েছে?বুলবুল সরওয়ার : সোহরাওয়ার্দী উদ্যানে আরেকটি খাবারের স্টল করলে ভালো হতো। টয়লেট পর্যাপ্ত নয়। ছুটির দিনগুলোতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে পাঠক-দর্শনার্থীদের। ইট বিছিয়ে যে রাস্তা করা হয়েছে, সেটি আরও ভালো করতে পারতো। মানুষের পর্যাপ্ত বসার জায়গা ছিল না। ক্লান্ত মানুষেরা বসার জায়গা পায়নি। গতবারের মতো কিছু মাচা করে দিলে বসার সুবিধা হতো। এই বিষয়গুলো মাথায় রাখা দরকার ছিল বলে মনে করি।জাগো নিউজ : প্রচুর বই এসেছে এবারের মেলায়। বইয়ের মান নিয়ে কোনো বিশ্লেষণ আছে?বুলবুল সরওয়ার : হ্যাঁ, মেলার শুরু থেকেই প্রচুর বই আসছে। বইয়ের প্রবাহ রয়েছে শেষ বেলাতেও। তবে যে পরিমাণ বই এসেছে, তা পাঠকের মন ভরাতে পারছে বলে আমি মনে করি না।জাগো নিউজ : কেন এমন মনে করছেন?বুলবুল সরওয়ার : যতসংখ্যক বই এসেছে, তত ভালো বইয়ের সংখ্যা নেই। বলতে গেলে মোট বইয়ের শতকরা এক ভাগ বইও ভালো না। জাগো নিউজ : পাঠক তো তবুও বই কিনছে।বুলবুল সরওয়ার : পাঠক বই কিনছে বলেই তা ভালো বই বলা যাবে না। নানা কারণেই পাঠক এখন বই কিনে থাকেন। পড়ার জন্য কেনেন কিনা সেটাই মূল কথা। পাঠক এখন সিরিয়াস পাঠ করতে অভ্যস্ত হয়ে উঠছে। প্রবন্ধ, সমাজ, রাজনীতি নিয়ে পাঠক গভীর নিরীক্ষক ও সম-পর্যায়ে উৎসাহী। এ ক্ষেত্রে ভালো বই না থাকলে ক্ষুধা মিটবে কী দিয়ে?জাগো নিউজ : এর দায় প্রথমত কাকে দেবেন?বুলবুল সরওয়ার : লেখকরা পাঠকের চাহিদা পূরণ করতে পারছে না। আমি প্রথমে এর জন্য লেখকদেরকেই দায়ী করবো। দ্বিতীয়ত মৌসুমী ও দেয়া-নেয়া প্রকাশকেরা। পাঠকের মন জয় করতে হলে ভালো বইয়ের কোনো বিকল্প নেই।জাগো নিউজ : প্রকাশকরা তো ব্যবসাকেই বড় করে দেখেন?বুলবুল সরওয়ার : এটি আমাদের শিল্পমানের সর্বনাশ করছে। লেখকের টাকা দিয়ে প্রকাশক বই প্রকাশ করে থাকেন। বেশিরভাগ লেখকই তাই করছেন। নাম প্রচারের জন্য নামে মাত্র একটি বই লিখে টাকা দিয়ে কেউ রচনা প্রকাশ করলো। প্রকাশকও তার দায় নিল না। এতে কি আর সাহিত্যের শিল্পমান দাঁড়ায়! অনেক ভালো লেখকের টাকা নেই। টাকার অভাবে তার ভালো লেখা প্রকাশ করা হচ্ছে না। প্রকাশকরাও তার কাছে যাচ্ছেন না। শিল্প-সাহিত্যের কেন্দ্রে ব্যবসা থাকলে, তাতে মান নষ্ট হয়। এ ক্ষেত্রে মিডিয়ারও দায় আছে।জাগো নিউজ : বইমেলা বিশ্বমানের গড়ে তুলতে আপনার কোনো পরামর্শ আছে?বুলবুল সরওয়ার : একাধিক সার্কেলের মধ্য দিয়ে মেলার স্টল বিন্যাস করা দরকার। ভালো ডিজাইনার দিয়ে এর একটি স্থায়ী নকশা করা দরকার। অভিজ্ঞতার আলোকে নকশা করলেই মেলাটি বিশ্বমানের রূপ নেবে। এবং অনুবাদ থাকতে হবে দ্বিপাক্ষিক। তবেই হবে।জাগো নিউজ : জাগো নিউজকে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।বুলবুল সরওয়ার : জাগো নিউজকেও ধন্যবাদ।এএসএস/বিএ

Advertisement