অর্থনীতি

প্রাণিসম্পদ মেলায় পুরস্কার পেলেন যারা

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি’ -স্লোগানে শুরু হওয়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে। মেলায় স্টল নিয়ে প্রথম স্থান অধিকার করেছে জেনটেক ইন্টরন্যাশনাল লি., দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে এসিআই ও দ্য একমি ল্যাবরেটরিজ লি.। এছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে সারাদেশে তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন খন্দকার সাইফ করিম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হলেন যথাক্রমে নাফিজা আঞ্জুম হেলালী ও ফারিয়া ইসলাম।রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়াম চত্বরে শুরু হওয়া প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে ৭০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।মেলায় অংশ নেয়া প্রথম স্থান অধিকারী জেনটেক ইন্টরন্যাশনাল প্রাণির কৃত্তিম প্রজনন, সিমেন আমদানি, বাজারজাতকরণসহ ল্যাবরেটতিতে ব্যবহৃত যাবতীয় ইকুইভমেন্ট আমদানি করে সরবরাহ করে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দুটি প্রতিষ্ঠানই ওষুধ কোম্পানি।এফএইচএস/আরএস/পিআর

Advertisement