ভুবন-বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে। বিশ্ব এতোদিন তা-ই জানতো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন এই কৃতিত্ব জগদীশ বসুর নয়। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, জগদীশ বসুর অনেক আগেই গীতা আর মহাভারতে বলা হয়েছে গাছের প্রাণ থাকার কথা। মোদি বলেন, আমরা গাছে দেবতাকে খুঁজে পেয়েছি জগদীশ বসুর প্রাণের অস্তিত্ব প্রমাণ করার অনেক আগেই। গীতা ও মহাভারতে এ নিয়ে বিশদ বিবরণ রয়েছে। বিজ্ঞান তা শুধু প্রমাণ করেছে। এর আগেও মোদি বলেছিলেন, প্লাস্টিক সার্জারি প্রাচীন ভারতের আবিষ্কার। গণেশের হাতির মাথা তারই প্রমাণ বলে তিনি দাবি করেন।এসআরজে
Advertisement