লাইফস্টাইল

টিভি সিরিয়াল হতে পারে ডায়াবেটিসের কারণ

জিটিভি, স্টার প্লাস, স্টার জলসা ইত্যাদি চ্যানেলের টিভি সিরিয়ালে আসক্তি আছে? রোজ নির্দিষ্ট একটি সময়ে এসব দেখার জন্য টেলিভিশনের সামনে বসাটা অভ্যাসে পরিণত হয়েছে? আপনার জন্য আছে দুঃসংবাদ। শুধু এই একটি কারণেই আপনার শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিসের মতো সাংঘাতিক রোগ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এমনটাই বলছে। তাদের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। প্রতিষ্ঠানটি ২৫ বছর বয়সী সাড়ে তিন হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালায়। তাতে দেখা যায়, যারা রোজ নির্দিষ্ট একটি সময়ে টেলিভিশনের সামনে বসছেন প্রিয় টিভি সিরিয়াল বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েকগুণ। প্রতি এক ঘণ্টার এই বসা ৩ থেকে ৪ শতাংশ বাড়াচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। সময়টা যত বেশি, ঝুঁকিও ততো বাড়তে থাকে। টিভি সিরিয়ালগুলো যেহেতু রোজ একটি নির্দিষ্ট সময়ে দর্শককে টিভির সামনে বসতে বাধ্য করছে, এবং একের পর এক সিরিয়াল বেশ অনেকটা সময় ধরে টেনে রাখছে দর্শককে, ডায়াবেটিসের জন্য এই সিরিয়ালগুলো তাই সবচেয়ে বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের। কায়িক পরিশ্রম কমে যাওয়ার এই সময়গুলোই শরীরে মারণব্যাধি বাসা বাঁধার সবচেয়ে অনুকূল অবস্থা তৈরি করে বলে জানা গেছে সমীক্ষা থেকে। সুতরাং, রোজ ইনসুলিন নেওয়া থেকে শুরু করে আরো হাজারটা জটিলতার মধ্যে পড়তে যদি না চান, তবে এখনই সাবধান হোন টিভি সিরিয়াল থেকে।এসআরজে

Advertisement