প্রবাস

স্পেন বাংলা প্রেসক্লাবের অভিষেক

স্পেনের বার্সেলোনায় স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম অভিষেক রোববার অনুষ্ঠিত হয়েছে। শহরের ভিলাদোমাত সড়কের সেন্ত্র সিভিকের হলরুমে রাত ৮টায় অভিষেক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চ্যান্সারি মোহাম্মদ হারুন আল রশিদ, কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ সফিউল্লাহ, বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো। এছাড়া ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মী, মাদ্রিদ ও বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে গঠিত ‘স্পেন বাংলা’ প্রেসক্লাবে ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি সাহাদুল সুহেদ (চ্যানেল আই), সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না (এটিন বাংলা), সহ সভাপতি জাহিদুল আলম মাসুদ (প্রথম নিউজ, প্রবাস কথা), সাধারণ সম্পাদক আফাজ জনি (চ্যানেল এস, যমুনা টিভি), সহ সাধারণ সম্পাদক সেলিম আলম (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন (বাংলা টিভি, এসএ টিভি), কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা (এনটিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপলু নিয়াজী (এসবিএন), ক্রীড়া সম্পাদক জাফরুল ইসলাম (এনটিভি), সাহিত্য সম্পাদক জামিলা করিম (এসবিএন), মহিলা সম্পাদক তারিনা জামান খান কাকন (ভোরের কলাম), প্রচার সম্পাদক লায়েবুর রহমান (জনপ্রিয় নিউজ), কার্যকরী সদস্য মিরন নাজমুল (জাগোনিউজ ২৪ ও বাংলাভিশন), তুতিউর রহমান (দৈনিক দিনকাল), কবির আল মাহমুদ (প্রবাসের নিউজ), সাইফুল আমিন (পিটিভি), মোশতাক আলীকে (বাংলা কাগজ) নতুন কমিটিতে বরণ করে নেয়া হয়।  সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সাংবাদিক রিয়াদ আহাদ, নুরুল ওয়াহিদ ও মিনহাজুল আলম মামুন। সংগঠনের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ জনির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংল্যান্ডের কমিউনিটি ব্যক্তিত্ব এস এম জাকির হোসেন, বাংলা কাগজের উপদেষ্টা সুরুজ্জামান জামান, বাংলাদেশ সমিতি বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বাংলা স্কুলের সভাপতি আলাউদ্দিন হক নেছা, বাংলা মেলা ইংল্যান্ডের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, ৭১ টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ, বাংলাভিশনের স্পেন প্রতিনিধি মিনহাজুল আলম মামুন, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, স্পেন বিএনপির নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য আবু জাফর রাসেল। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, খালেদুর রহমান, শাহ আলম স্বাধীন, শফিউল আলম শফি, লুৎফুর রহমান সুমন, আজমান আলী, আব্দুল বাসিত কয়ছর, মুক্তার আহমেদ, আবুল কালাম আজাদ, আমীর হোসেন আমু, খোরশেদ আলম বাদল, সফিক খান, খাদিজা আক্তার মনিকা, মেহতাব হক, মুহিবুর রহমান তোতাসহ প্রমূখ।বক্তব্য শেষে প্রধান অতিথি স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক সন্ধ্যা পর্বে ইংল্যান্ড ও বার্সেলোনার স্থানীয় শিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় বাংলা গান ও নৃত্য পরিবেশন করা হয়। ওআর/পিআর

Advertisement