রাজনীতি

জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে শুরু আনিসুলের প্রচারণা

মায়ের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুল হক। মঙ্গলবার ভোর ৬টায় বনানী কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন তিনি।এরপর সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন আনিসুল হক। পরে সকাল ৯টায় আনিসুল হক রাজধানীর কাওরানবাজারে এফডিসি, বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের অফিসে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।বিকেল সাড়ে ৩টায় মহাখালী, কড়াইল বস্তি, জামাই বাজার, বৌ বাজার ও আনসার ক্যাম্প এলাকার ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান। এ সময় আনিসুল হকের সঙ্গে ছিলেন স্ত্রী রুবানা হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভানেত্রী অ্যাডভোকেট তারানা হালিম প্রমুখ।এএইচ/একে/আরআই

Advertisement