অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। তিনি বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়ে আইএমএফের প্রতিনিধি দলকে তিনি এটি জানিয়েছেন।সোমবার সচিবালয়ে তার দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিথসুহিরো ফুরুসাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সব কিছু ভালোভাবে চলছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বৈঠকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য আইএমএফ পরামর্শ দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে। এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে, তা আগামী সপ্তাহেই হাতে পাব। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।এমইউএইচ/ওআর/পিআর
Advertisement