বিনোদন

সেন্সরে ব্ল্যাকমানি (ছবি ও ভিডিও)

ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি। ১২ এপ্রিল ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে জানা গেছে।‘ব্ল্যাকমানি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, কেয়া, মৌসুমি হামিদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অ্যাকশন হিরো রুবেলকে। মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি ঢাকা, রাঙ্গামাটি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে।এছাড়া শাহনেওয়াজ কাকলী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নদীজন’ সিনেমাটিও সেন্সরবোর্ডে জমা পড়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রাণ রায়, তমা মির্জা, নীরব, প্রাণ, শর্মীমালা, মোমেনা চৌধুরী, রিপন, বিপ্লব প্রসাদ, রিফাত চৌধুরী, টোকাই সাগরসহ আরও অনেকে।শেখ জহুরুল হকের গল্প অবলম্বনে নদীজন সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এ সিনেমার সংগীতায়োজন করেছেন ইমন সাহা।এএ

Advertisement