সুদানের নান্দনিক স্থাপত্যশৈলীতে ১৪০০ সালে নির্মিত পশ্চিম আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘানার প্রাচীনতম ঐতিহাসিক মসজিদ ‘লারাবাঙা মসজিদ’। এটি শুধু ঘানার অতি পুরনো মসজিদই নয় বরং পশ্চিম আফ্রিকার ইসলামি ঐতিহ্যের প্রাচীনতম নির্দশন। এ মসজিদকে পশ্চিম আফ্রিকার মক্কা নামে অভিহিত করা হয়।বিশ্ব স্মৃতিসৌধ ফান্ড ৬০০ বছরের পুরনো এ ইসলামি স্থাপনা লারাবাঙা মসজিদকে পুণঃনির্মাণ ও রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছে। বিশ্ব স্মৃতিসৌধ ফান্ড কর্তৃপক্ষ তাদের ১০০ প্রাচীন স্থাপনা তালিকায় রেখেছে কাদা ও নলখাগড়ায় নির্মিত প্রাচীন এ মসজিদটিকে। চুনের প্রলেপে মসজিদটিকে সাজানোর কাজেও সহযোগিতা করছে তারা।প্রাচীন এ মসজিদটিতে কুরআনুল কারিমের একটি পুরনো কপি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস যে, ১৬৫০ সালে তৎকালীন সময়ের মসজিদটির ইমাম জিদান বারিমাহ ব্রামাহকে তাঁর দোয়ার ফলে বেহেশত থেকে এ কুরআনের কপিটি উপহার হিসেবে দেয়া হয়।লারাবাঙা মসজিদ পিরামিড আকৃতির দুটি লম্বা টাওয়ারের মতো মাটির কাদা ও নলখাগড়া দ্বারা নির্মিত। এর উত্তর-পূর্ব কোনে একটি মিনার নির্মিত।এমএমএস/পিআর
Advertisement