ধর্ম

পশ্চিম আফ্রিকার মক্কাখ্যাত ঘানার লারাবাঙা মসজিদ (ভিডিও)

সুদানের নান্দনিক স্থাপত্যশৈলীতে ১৪০০ সালে নির্মিত পশ্চিম আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘানার প্রাচীনতম ঐতিহাসিক মসজিদ ‘লারাবাঙা মসজিদ’। এটি শুধু ঘানার অতি পুরনো মসজিদই নয় বরং পশ্চিম আফ্রিকার ইসলামি ঐতিহ্যের প্রাচীনতম নির্দশন। এ মসজিদকে পশ্চিম আফ্রিকার মক্কা নামে অভিহিত করা হয়।বিশ্ব স্মৃতিসৌধ ফান্ড ৬০০ বছরের পুরনো এ ইসলামি স্থাপনা লারাবাঙা মসজিদকে পুণঃনির্মাণ ও রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছে। বিশ্ব স্মৃতিসৌধ ফান্ড কর্তৃপক্ষ তাদের ১০০ প্রাচীন স্থাপনা তালিকায় রেখেছে কাদা ও নলখাগড়ায় নির্মিত প্রাচীন এ মসজিদটিকে। চুনের প্রলেপে মসজিদটিকে সাজানোর কাজেও সহযোগিতা করছে তারা।প্রাচীন এ মসজিদটিতে কুরআনুল কারিমের একটি পুরনো কপি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস যে, ১৬৫০ সালে তৎকালীন সময়ের মসজিদটির ইমাম জিদান বারিমাহ ব্রামাহকে তাঁর দোয়ার ফলে বেহেশত থেকে এ কুরআনের কপিটি উপহার হিসেবে দেয়া হয়।লারাবাঙা মসজিদ পিরামিড আকৃতির দুটি লম্বা টাওয়ারের মতো মাটির কাদা ও নলখাগড়া দ্বারা নির্মিত। এর উত্তর-পূর্ব কোনে একটি মিনার নির্মিত।এমএমএস/পিআর

Advertisement