দেশজুড়ে

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শালা-দুলাভাইয়ের মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার শ্রীপুর উপজেলার সিংদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যালকের নাম মনির হোসেন (১৮)। সে সিংদীঘি গ্রামের হাতেম আলীর ছেলে। অপরজন নিহত মনিরের চাচাতো বোনের স্বামী আ: ছালাম (২৬)। তার বাড়ি বরিশালে।নিহত মনিরের প্রতিবেশি মো: আজহারুল ইসলাম জাগোনিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শ্রীপুর থানা পুলিশের ওসি মহসিনুল কাদির জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এমএএস/আরআই

Advertisement