জাতীয়

পারমাণবিক বিষয়ে সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ইরান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ ও জার্মানির মধ্যে পারমাণবিক বিষয়ে সমঝোতাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়, এ বছরের ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর এ ব্যাপারে একটি সার্বিক চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে পারবে বলে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশ মনে করে, এ সমঝোতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং এই গুরুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধান হবে।একে/আরআইপি

Advertisement