বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নড়াইলে গণসংবর্ধনা দেয়া হয়েছে। জনপ্রিয় ফ্রুট ড্রিংক প্রাণ ফ্রুটোর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় মাশরাফির অর্ধ লক্ষাধিক ভক্তের অংশগ্রহণের মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ।জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির গর্বিত বাবা গোলাম মোর্তজা স্বপন, মা হামিদা বেগম বলাকা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে মাশরাফিকে ক্রেস্ট প্রদান করা হয়।সংবর্ধিত মাশরাফি নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্রিকেটের জন্য তিনি আজীবন কাজ করে যাবেন। তিনি যাতে সুস্থ হয়ে আগামীতে আরো ভালোভাবে খেলতে পারেন এবং দেশের জন্য গৌঁরব বয়ে আনতে পারেন সে জন্য নড়াইলসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।এর আগে মাশরাফি বিন মর্তুজা বিকেল ৪টার সময় একটি হেলিকপ্টারযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ (কুড়িরডোব) মাঠে নামেন। এরপর মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে মাশরাফির বহর পৌঁছায়। এসময় মাঠে অবস্থানরত হাজারো ভক্ত মাশরাফির নাম ধরে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। শুরু হয় প্রতীক্ষিত সেই সংবর্ধনা অনুষ্ঠান। মাশরাফিসহ অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন। মাঠে মাশরাফির পরিবারের পক্ষ থেকে তার মা হামিদা বেগম বলাকা, বাবা গোলাম মোর্তজা স্বপন, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা উপস্থিত হন।জন্মস্থানে বীরোচিত এই সংবর্ধনায় মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা এক প্রতিক্রিয়ায় নড়াইলবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।এমএএস/আরআই
Advertisement