একুশে বইমেলা

ছোটগল্পের বই চিকিৎসকের বিচিত্র অভিজ্ঞতা

চিকিৎসক জীবনের প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে লেখা ছোটগল্পের বই ‘চিকিৎসকের বিচিত্র অভিজ্ঞতা’। বইটির লেখক অধ্যাপক ডা. খলিলুর রহমান। প্রকাশ করেছে ঘাস ফুল নদী প্রকাশন।রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে গত ৪ দশকে লেখক যে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার বিবরণ এবং সমস্যাগুলো যেসব বুদ্ধিমত্তা দিয়ে তিনি উতরে এসেছেন সেগুলো নিয়েই বইটি রচিত। ১৮টি গল্প আছে গ্রন্থটিতে।বইটি সম্পর্কে লেখক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, বাস্তব জীবনের এ সমস্ত ঘটনাবলী প্রতিনিয়িত ঘটে চলেছে হয়ত অন্য কোনো ভাবে, অন্য কোনো জায়গায়। ফলে অনুসন্ধিৎসু মনের যে কোনো পাঠকের কাছে বইটি হৃদয়ে গেঁথে যাবে বলে মনে করি। কারণ বিরূপ পরিস্থিতিতে কিভাবে উপস্থিত বুদ্ধি এবং বিবেচনা দিয়ে সমস্যাগুলো খুব সহজে মোকাবেলা করা যায় সেসবের বাস্তব অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, বইটির লেখক অধ্যাপক ডা. খলিলুর রহমান বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত আছেন।এআরএস/এমএস

Advertisement