খেলাধুলা

বার্সা কি পারবে আজ শীর্ষে উঠতে?

লিগ টেবিলই বলে দিচ্ছে সব। স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দৌড়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, সেভিয়া, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। এই ৫ দলই পয়েন্ট টেবিলের শীর্ষে পাঁচে রয়েছে। সমান ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল ও সেভিয়া রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। তিনে থাকা বার্সার সংগ্রহ ২৩ ম্যাচে ৫১। অ্যাটলেটিকোর অবস্থান চতুর্থ; পুঁজি ৪৫ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের ভাণ্ডারে জমা আছে ৪৪ পয়েন্ট।পয়েন্ট টেবিলে এই যখন অবস্থা; তাতে স্পষ্ট যে শিরোপার লড়াইটাও বেশ জমে উঠেছে। শীর্ষে থাকা দলগুলো একে অপরের মুখোমুখি হবে অতি সতর্ক হয়েই। কারণ এখানকার এক-দুটি ম্যাচই কারও ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আবার কারো জন্য হতে পারে দুঃস্বপ্নের।আজই যেমন অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে নামবে বার্সা। যে দল জিতবে; তারাই এগিয়ে যাবে শিরোপা জয়ের দৌড়ে। আর যারা হারবে; তাদের হতে পারে দুঃখের কারণ। তাই নিজেদের সেরাটাই ঢেলে দিতে চাইবে দুই দল। বাংলাদেশ সময় ৯টা ১৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে ভিসেন্তে ক্যালদেরনে; সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বার্সা আজ জিতলেই লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে। পারবে কি বার্সা? তবে সবার ওপরে থাকাটা বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে। কারণ আজই মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা রিয়াল মাঠে নামবে ভিয়া রিয়ালের বিপক্ষে।এদিকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান বার্সা কোচ লুইস এনরিক। বলেন, ‘আমাদের লক্ষ্য- পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করা। সেজন্য নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চাই। অ্যাটলেটিকো আমাদের সব সময়ই কঠিন পরীক্ষায় ফেলে দেয়। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।’এনইউ/জেআইএম

Advertisement