প্রবাস

বার্সেলোনায় বাংলা স্কুলের একুশে সন্ধ্যা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্পেনের বার্সেলোনা বাংলা স্কুল। এ উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) শহরের এসকুয়েলা পিয়া-এর হলরুমে ‘একুশে সন্ধ্যা’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠান ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলা স্কুলের সভাপতি আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের ইংরেজি শিক্ষক জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কমিটির উপদেষ্টা শাহ আলম স্বাধীন, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, চ্যানেল এস এর ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নুরুল ওয়াহিদ, কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়া সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন মিরন, বন্ধুসুলভ মহিলা সংগঠনের প্রধান উপদেষ্টা জেবুন্নেছা জেবু, সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, বাংলা স্কুলের শিক্ষক, অভিভাবকসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিশুদের সামনে মহান ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে দেশাত্মবোধক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিএ/পিআর

Advertisement