আইন-আদালত

১১ মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন না খালেদা

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে যাবেন না। ১১ মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছিলেন আদালত।রোববার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জাগো নিউজকে বলেন, বিদেশি অতিথিদের সঙ্গে মিটিং থাকায় সোমবার ১১ মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন না।জানা যায়, খালেদার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।জেএ/বিএ/জেআইএম

Advertisement