দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য অচলাবস্থার মধ্যে পড়েছে। পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ। ফলে থমকে গেছে জনজীবন। ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী। গন্তব্যে যেতে না পেরে আটকা পড়েছে ভারত থেকে ফিরে আসা শত শত পাসপোর্টধারী যাত্রী।সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।হঠাৎ ডাকা ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী। সকাল থেকে বেনাপোল চেকপোস্টসহ বাজারে বহু যাত্রীকে ভিড় করতে দেখা যায়। কিন্তু কোনো যানবাহন ছেড়ে না যাওয়ায় তারা বিপাকে পড়েন। বেড়ে গেছে প্রাইভেট ও মাইক্রোবাস ভাড়া। দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না কোনো যাত্রীবাহী বাহন। অনেকে ইজিবাইক ও করিমন-নসিমনে যশোর পর্যন্ত যাচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দূরের যাত্রীরা পড়েছেন বিপাকে। বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে। টিকিট কাউন্টারে আসা ভোগান্তির শিকার যাত্রীরা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের ধর্মঘট ডাকার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাই অবিলম্বে এ ধর্মঘট প্রত্যাহার করা উচিত। বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, মালিকের সিদ্ধান্তের কারণে তারা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বেনাপোল বন্দর থেকে কোনো পরিবহন ছাড়বেন না। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা কেউ বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ কাউন্টারে অপেক্ষা করছেন বলে জানান তিনি।বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, ধর্মঘটের কারণে বন্দর থেকে আমদানি পণ্য খালাস হচ্ছে না। ট্রাক শ্রমিকরা ট্রাক না চালানোর এবং শ্রমিক ইউনিয়নের বাধার মুখে তারা কোনো ট্রাকে পণ্য লোড করতে পারছে না। ভারত থেকে চিকিৎসা শেষে পরিবার নিয়ে ফিরে আসা অনেকে জানান, বেনাপোলে এসে আটকা পড়েছেন। পরিবহন কাউন্টারে সময় কাটাচ্ছি। পরিবহন চললে গন্তব্যে যেতে পারবো। এদিকে পরিবহন শ্রমিক নেতারা বলছেন, যে ধারায় বাসচালক জামির হোসেনের বিচার হওয়ার কথা, সে ধারায় বিচার না করে অন্য ধারায় বিচার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মাথায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নিয়ে গাড়ি চালাবেন না তারা।মো. জামাল হোসেন/এএম/পিআর
Advertisement