শ্রীলঙ্কা কে হারানোর এটাই কি সবর্ণ সুযোগ? বাংলাদেশ সমর্থকদের বড় অংশের ধারণা এটাই টাইগারদের মোক্ষম সুযোগ। আগামী ৭ মার্চ থেকে দুই টেস্টের যে সিরিজ শুরু হচ্ছে যাতে অনেকেই বাংলাদেশকে ফেভারিট মানছেন। তাদের ধারণা শ্রীলঙ্কার ক্রিকেট যাদের উপর দীর্ঘদিন নির্ভর করেছে সেই মাহেলা- সাঙ্গাকারা এমনকি ম্যাথিউজ ছাড়া এই প্রথম বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। অভিজ্ঞতায়ও লংকান দলটি বাংলাদেশের চেতে পিছিয়ে, তাই সবার প্রশ্ন শ্রীলঙ্কাকে হারানোর এটাই কি সেরা সুযোগ? দেশ ছাড়ার আগে সেই প্রশ্নের মুখোমুখি মুশফিক ও। আজ (রোববার) দুপুরে শেরেবাংলায় প্রেস কনফারেন্সে এ প্রশ্ন উঠলো শ্রীলঙ্কাকে হারানোর এটাই কি সেরা সুযোগ। মুশফিক তার উত্তরে অনেক কথাই বলেছেন। যার সারমর্ম এটাই মোক্ষম সুযোগ। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুশফিক, ‘শ্রীলঙ্কার সেরা ক্রিকেটার যারা অনেক বছর ধরে খেলেছেন, তারা অনেকেই এখন নেই। এমনকি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও নেই। তাই কিছুটা চাপে থাকবে। আর লঙ্কানরা এটাও জানে, বাংলাদেশ আগের তুলনায় অনেক পরিণত ও ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে বলবো এটা আমাদের ভালো সুযোগ।’শ্রীলঙ্কার দলটি নবীন হলেও তারা ঘরের মাটিতে খেলবে বলে জানান মুশফিক। তাই তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে জানান তিনি, ‘তবে এটা নির্ভর করছে আমরা কতটুকু সেরাটা দিতে পারি। আমাদের সর্বোচ্চ সেরাটা দিতে পারলে আশা করছি ফলাফল পক্ষেই আসবে। আমরা চেষ্টা করবো। শ্রীলঙ্কায় এবার সেরা সুযোগ বলতে পারেন। সুযোগ তো অবশ্যই।’ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে টেস্টেও দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নিউজিল্যান্ড ও ভারতে হারলেও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিতে পারায় প্রশংসাই পায় টাইগাররা। তবে এবার শ্রীলঙ্কা সফরে ভিন্ন ফলাফলের ব্যাপারে আশাবাদী মুশফিক। চার বছর আগে গলের সেই ম্যাচটিও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মনে করেন অধিনায়ক। পাশাপাশি দলের কোচিং স্টাফদের বেশির ভাগ লঙ্কান হওয়ায় বাড়তি সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন।আরটি/এমআর/আরআইপি
Advertisement