অমর একুশে বইমেলায় এসেছে মাহী ফ্লোরার প্রথম গল্পগ্রন্থ ‘পিতলের প্রজাপতি’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।বইটি সোহরাওয়ার্দী উদ্যানের ৫০২-৫০৩ নম্বর স্টলে এবং তার অন্যান্য বই লিটল ম্যাগ চত্বরে মেঘ’র স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।মাহী ফ্লোরার এ পর্যন্ত চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে। ‘চন্দ্রহারা মানবীর চুল থেকে জল ঝরে’ ২০১২ সালে, ‘সে এক আশ্চর্য জলপ্রপাত’ ২০১২ সালে, ‘সবুজ বোতাম এবং অন্যান্য’ ২০১৩ সালে এবং ‘ম্যাচবাকসো’ প্রকাশিত হয় ২০১৫ সালে। পিতলের প্রজাপতি তার পঞ্চম গ্রন্থ; তবে প্রথম গল্পগ্রন্থ। বইটিতে ১৫টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত সময়ে লেখা। গল্পগুলোতে মানুষ এবং তাদের বৈচিত্রময় জীবনই ফুটিয়ে তুলতে চেয়েছেন গল্পকার।এসইউ/আরআইপি
Advertisement