খেলাধুলা

হারের দায় পিচ কিউরেটরকে দিচ্ছে ভারত

অস্ট্রেলিয়ার কাছে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। অ`কেফির বোলিং জাদুতে বিধ্বস্ত ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। তবে সাড়ে চার বছর পর দেশের মাটিতে লজ্জাজনক এমন হারের দায় পিচ কিউরেটরের উপর চাপাচ্ছে বিসিসিআই নিযুক্ত টিভি ভাষ্যকারদের অধিকাংশই। এদিকে প্রথম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সাবেক পেসার পান্ডুরাং সালগাঁওকরকে কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারতের এমন হারের পর সুনীল গাভাস্কার, কপিল দেবসহ ধারাভাষ্যকারদের প্রায় সবাই পিচ কিউরেটর সালগাঁওকরের সমালোচনা করছেন। আর ম্যাচ হারের দায় চাপানো হলো বেচারা কিউরেটরের ওপর।এদিকে সিরিজে শুরুর আগে হারভাজন সিং ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের মাটিতে হওয়া চার ম্যাচ টেস্ট সিরিজ ৪-০ তে জিতবে ভারত। তবে ৩৩৩ রানে হেরে যাওয়ার পর সেই হারভাজন সিংও হারের জন্য দোষ দিলেন পিচকেই।এমআর/আরআইপি

Advertisement