মানুষ সামাজিক জীবন। সমাজবদ্ধ জীবন-যাপনে রয়েছে শান্তি। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে বিভিন্ন হাদিসে প্রতিবেশীর বিভিন্ন অধিকারের বিষয়গুলো বর্ণনা করেছেন। প্রতিবেশীর অধিকার সম্পর্কিত বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো-হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, একজন প্রতিবেশীর ওপর আরেকজন প্রতিবেশীর কী কী হক রয়েছে? উত্তরে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন->> যদি সে তোমার কাছে ঋণ (করজে হাসানা) চায় তাহলে ঋণ দেবে;>> যদি তোমার সহযোগিতা চায় তাহলে তাকে সহযোগিতা করবে;>> যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজখবর নেবে;>> তার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে তা (প্রয়োজনীয় জিনিস) দেবে;>> সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজখবর নেবে;>> যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে;>> যদি সে বিপদে পড়ে তাহলে সান্ত্বনা দেবে;>> মৃত্যুবরণ করলে তার জানাযায় শরিক হবে;>> প্রতিবেশীর অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরে বাতাস ঢুকতে পারে না;>> কোনো ভালো খাবার রান্না করলে তাকে এর ঘ্রাণ ছড়িয়ে কষ্ট দেবে না, তবে যদি তার ঘরেও সে খাবার থেকে কিছু পৌঁছে দাও;>> যখন কোনো ফল কিনে তোমার বাড়িতে নেবে তখন হাদিয়াস্বরূপ তাকে সেখান থেকে প্রতিবেশীকে কিছু হাদিয়ে দেবে।’ (তাবারানি, ফতহুল বারি)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিবেশীর অধিকার পালনে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ নসিহতগুলো যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস
Advertisement