দেশজুড়ে

যাত্রীদের জিম্মি করে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট শুরু

বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে  খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। যাত্রীদের জিম্মি করে রোববার ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি। এতে  কার্যত অচল হয়ে পড়েছে খুলনা বিভাগ। পরিবহন ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।  ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীসহ পাঁচজন নিহতের মামলায় গত বুধবার  চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।   এ রায়ের প্রতিবাদে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি শনিবার দুপুরে জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে। ৩৪টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।   বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন জানান, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায় স্বতস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হচ্ছে। বিভাগের ১০ জেলার কোথাও থেকে যাত্রী বা পণ্যবাহী কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে বিভাগের বাইরে থাকা পরিবহন প্রবেশ করতে পারছে।আরএআর/এমএস

Advertisement