অনেক ব্যবহারকারীরই অভিযোগ স্মার্টফোনের আকৃতি নিয়ে। একই রকম দেখতে বলে প্রায়ই একঘেয়েমিতে ভোগেন তারা। সেলফোন প্রস্তুতকারী কোম্পানিগুলো অবশ্য চেষ্টা করছে ডিজাইন বদলানোর। নানা কায়দা-কানুন করে ঘোচাতে চাইছে ব্যবহারকারীদের অসন্তুষ্টি। অবশ্য তাতে কিন্তু ক্রেতার মন এখনো পুরোপুরি জয় করতে পারেনি কোম্পানিগুলো। এবার সবাইকে চমকে দিতে আসছে সবুজ ঘাসের তৈরি সেলফোন। খবর বিবিসি।ইউরোপীয় সেলফোন অপারেটর ওটুর অঙ্গ প্রতিষ্ঠান ওটু রিসাইকেল তৈরি করেছে এ বিশেষ ধরনের ফোন। এর কেসিং নির্মিত হয়েছে পুনর্ব্যবহার উপযোগী রেসিন দিয়ে। আর এর সঙ্গে থাকবে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা সবুজ ঘাসের ছোট ছোট টুকরা। নির্মাতাদের দাবি, এটিই হচ্ছে বিশ্বের প্রথম সেলফোন, যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এবং পুনর্ব্যবহারযোগ্য।এ ফোনের নকশা করেছেন শন মাইলস। তার মতে, কেসিং তৈরিতে প্লাস্টিকের বিকল্প হতে পারে নতুন এ প্রযুক্তি। ‘এটি মূলত কার্বন ফাইবারের মতো একটি যৌগিক পদার্থ। এক্ষেত্রে আমরা রেসিন ও ঘাস ব্যবহার করেছি।’বলেছেন মাইলস।মূলত ওটুর একটি প্রকল্পের অংশ হিসেবে এ বিশেষ সেলফোন তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল সবাইকে পুনর্ব্যবহারের প্রতি আকৃষ্ট করে তোলা। কিন্তু নতুন ফোন তৈরিতে আশাতীত সফলতা লাভের পর এখন ব্যাপক পরিসরে এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণা করা হচ্ছে।এআরএস/পিআর
Advertisement