জাতীয়

ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু

ঢাকা মহানগরের আশপাশের ১৬টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, ঢাকা মহানগরের আশপাশের এলাকায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করবেন কমিশনের তথ্য সংগ্রহকারীরা। এরপর আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে।এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণেও তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে সিটি কর্পোরেশনসহ ঢাকা জেলায় মোট ভোটার রয়েছে ৬০ লাখ ২২ হাজার ৮৯৯ জন। সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজের অংশ হিসেবে এ পর্যন্ত ২৫৭ উপজেলায় হালনাগাদের কাজ শেষ হয়েছে।

Advertisement