রাজধানীর হাজারীবাগে ভূগর্ভস্থ পানির রিজার্ভ ট্যাঙ্কে মোমবাতি জালিয়ে পানির উচ্চতা দেখতে গিয়ে একই পরিবারের শিশুসহ ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।অগ্নিদগ্ধরা হলেন, গৃহকর্তা জাকির হোসেন (৪৫), তার ছেলে সাকিব (১৮), মেয়ে রাবেয়া বেগম (২১) ও রাবেয়ার ১৮ মাস বয়সী ছেলে নাফিস।ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের গনকটুলী এলাকার ৩৪/সি নম্বর বাড়িতে ভূগর্ভস্থ পানির রিজার্ভ ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জাকির হোসেনের চাচাতো ভাই মিরাজ জানান, রাতে পানি আছে কি না সেটা দেখতে নিচ তলার রিজার্ভ ট্যাঙ্কের কাছে সপরিবারে যান জাকির হোসেন। অন্যদের ট্যাঙ্কির পাশে দাঁড় করিয়ে তিনি মোমবাতি হাতে নিয়ে ট্যাঙ্কির মুখ খুলে নিচে উঁকি দেয়া মাত্রই বিকট শন্দে ট্যাঙ্কের গ্যাসে বিস্ফোরণ ঘটে। এসময় জাকির হোসেনসহ ট্যাঙ্কির মুখে দাঁড়ানো সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসে।বার্ন ইউনিটের কর্তব্যরত আবাসিক সার্জন পার্থ শঙ্কর দাশ জানান, দগ্ধ সবারই অবস্থা খারাপ। তবে এর মধ্যে শিশু নাফিসের অবস্থা বেশি খারাপ। তার শরীরের পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে।জেইউ/এসআরজে
Advertisement