বাঁচার সাধ ঘুচে যাওয়ায় মরতে চেয়েছিলেন তিনি। সে লক্ষ্যে চেষ্টাও করেছেন, এক বার দু’বার নয়, একশো বার! তবে বিধি বাম। একশো বারই চেষ্টা ব্যর্থ! চিনের ঝিজাং প্রদেশের বাসিন্দা সি অং এমনই হতভাগ্য একজন। তবে শততম চেষ্টার পর কিন্তু মতটা বদলেছে তার। ভাবছেন, আর নয়, এবার বাঁচতেই চান। চেষ্টা শুরু সেই ২০০৩ সাল থেকে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সি অং ঠিক করেছিলেন এজীবনটা শেষ করে দেবেন তিনি। প্রথমে বিষ খেলেন, কিন্তু বাঁচিয়ে দিলেন ডাক্তাররা। এরপর লাগাতার আত্মহত্যার চেষ্টা। বাড়ির ফ্যানে ঝুলে পড়েছেন। মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন।তবে মরা আর হয়ে ওঠেনি। এ জগত তাঁকে মরতে দেয়নি। ক দিন আগে বাড়ির সামনের এক গাছে ঝুলে আত্মহত্যা করতে গিয়েছিলেন। এক প্রতিবেশী দেখতে পেয়ে বাঁচিয়ে দেন তাঁকে । এর আগে বেঁচে গিয়ে কেঁদে ফেলতেন। কিন্তু এবার আর কাঁদেননি। হেসে বলেছেন, মরা আর হবে না,এবার তিনি বাঁচতে চান। তবে পুলিস কিন্তু এবার তদন্তে নেমেছে।এই বার বার মরার চেষ্টা করা তো আর উৎসাহব্যঞ্জক কিছু হতে পারে না!এসআরজে
Advertisement