জাতীয়

সুস্থ ও দৃঢ় আছেন কামারুজ্জামান

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ কামারুজ্জামান শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় আছেন বলে জানিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী। সোমবার রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর কামারুজ্জামানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কারা কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে পরিবারের ১৬ জন সদস্য সন্ধ্যা সাড়ে ৬টায় তার সঙ্গে দেখা করতে যান।কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন, ভেতরে ঢুকতে না দেওয়ায় তার (কামারুজ্জামান) সঙ্গে মোলাকাত করার সুযোগ হয়নি। তবে বাইরে থেকে দেখা এবং কথা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় আছেন।রিভিউ  আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচলিত নন জানিয়ে হাসান ইকবাল বলেন, হাসিমুখে এসেছি, আবার হাসিমুখেই ফিরে যাচ্ছি।তিনি (কামারুজ্জামান) আজও আগের মতোই সৎ পথে আয় করা এবং জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন বলেও জানান কামারুজ্জামানের বড় ছেলে।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।একে/আরএস/আরআই

Advertisement