নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন থানায় একটি জিডি করেছেন। কারো নাম উল্লেখ না করে ধানমন্ডি থানায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ জিডি করেন।বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই জয়নাল আবেদীন বলেন, শাওন অভিযোগে লিখেছেন, ‘বান্টি মীর’ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত বানোয়াট ও মনগড়া বাক্যালাপ দিয়ে তার (শাওন) বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে। বিষয়টি আমরা অভিযোগ আকারে গ্রহণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা তদন্ত হবে।তবে জিডি সম্পর্কে জাগো নিউজকে শাওন বলেন, ‘এখানে কারো নাম উল্লেখ করছি না। গেল কয়েকদিন ধরে একজন আমেরিকা প্রবাসী ফেসবুকে আমাকে নিয়ে নানা রকম মানহানিকর মন্তব্য করছেন। আমার পরিবারকে নিয়েও তিন আজেবাজে কথা বলছেন। নানা রকম হুমকী দিচ্ছেন।’‘শুধু তাই নয়, আমার প্রয়াত স্বামী হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক কটু মন্তব্য করছেন তিনি। স্ট্যাটাসের পাশাপাশি ভিডিও করেও আমার ও হুমায়ূন আহমেদের নামে আজেবাজে কথা ছড়াচ্ছেন। বাধ্য হয়েই আমাকে জিডি করতে হচ্ছে।’ শাওন আরও বলেন, ‘ওই লোকের কার্যকলাপ উদ্দেশ্যমূলক। সম্প্রতি নিষিদ্ধ হওয়া হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত একটি ছবির পক্ষে কাজ করছেন তিনি।’এদিকে গেল কয়েকদিন ধরেই বান্টি মীর নামে এক আমেরিকা প্রবাসী ফেসবুকে শাওন ও হুমায়ূন আহমেদের বিয়ে নিয়ে নানা রকম আপত্তিকর কথা ছড়াচ্ছেন। স্ট্যাটাসের পাশাপাশি ভিডিওতেও তিনি নানা রকম মন্তব্য করছেন। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ ছবিটির প্রচারণা করতেও দেখা যাচ্ছে তাকে। এলএ/জেইউ/আরএস/এমএস
Advertisement