খেলাধুলা

কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন

সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড গড়ার পর এবার কপিল দেবের গড়া ৩৭ বছরের পুরনো এক রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্টার্ককে আউট করে কপিল দেবের গড়া মৌসুমে ৬৩ উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন এই তারকা অফ স্পিনার। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ-সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন অজি এই ব্যাটসম্যান। আর এতেই মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ পান অশ্বিন। এর আগে ম্যাচের প্রথম দিন পেয়েছিলেন ম্যাট রেনশ ও স্টিভ স্মিথের উইকেট।১৯৭৯-৮০ মৌসুমে ১৩ ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এদিকে সাদা পোশাকে অশ্বিন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে ২৭টি উইকেট দখল করেন। নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে নেন ২৮ উইকেট। চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ছয় উইকেট লাভ করেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শুরুতেই তিন উইকেটে রেকর্ডবুকের পরিসংখ্যান পাল্টে দেন ভারতের বোলিং স্তম্ভ। মৌসুম শেষ হওয়ার আগে এখনো সর্বোচ্চ ৭টি ইনিংসে বোলিং সুযোগ পাবেন ত্রিশ বছর বয়সী অশ্বিন। তার জন্য সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়াটা সময়ের ব্যাপার মাত্র!এমআর/পিআর

Advertisement