ইরানের রিভোলিউশনারি গার্ডের একজন কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল ভেবে থাকে তবে তাদের উচিত নিজেদের গালে চড় খাওয়ার জন্য প্রস্তুত থাকা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির সঙ্গে ইরানের সম্পর্কে বৈরিতা বাড়ছে। জেনারেল মোহাম্মদ পাকপৌর বলেছেন, শত্রু যদি আমাদের অবমূল্যায়ন করার ভুল করে তবে তাদের নিজেদের গালে চড় খাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। বুধবার একটি সামরিক মহড়া শেষ হওয়ার পর এসব বলেন এই কমান্ডার। রয়টার্স। এনএফ/পিআর
Advertisement