আন্তর্জাতিক

অস্ট্রেলিয়াতে নেতানিয়াহুর বিরোধিতায় বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়া সফর ঘিরে বিক্ষোভ হয়েছে সিডনিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় শত শত ফিলিস্তিনপন্থি জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অনেকের হাতে প্ল্যাকার্ড ও পতাকা ছিল। এরমধ্যে ‘ইসরায়েল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে এক ব্যক্তি প্রবেশ করলে তাকে দ্রুত সরিয়ে নেয় পুলিশ। সিডনির ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ এ বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটির মতে, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। ফিলিস্তিনের বিষয়ে ইসরায়েলি নীতিতে সমর্থন থাকায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং তার পররাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করে থাকেন তারা। নেতানিয়াহুই হলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদে থাকা অবস্থাতেই অস্ট্রেলিয়া সফর করছেন। এনএফ/পিআর

Advertisement