আন্তর্জাতিক

‘ভিএক্স’ প্রয়োগ করে হত্যা করা হয় ন্যামকে

মালয়েশিয়া বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাই কিং জং-ন্যামকে ভিএক্স নামে উচ্চমাত্রার বিষাক্ত নার্ভ এজেন্ট (রাসায়নিক অস্ত্র) প্রয়োগ করে হত্যা করা হয়। গেল সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী তার মুখে কিছু একটা ছিটিয়ে দেয়ার পর মারা যান ন্যাম। মালয়েশিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ন্যামকে। এ নার্ভ এজেন্টটকে যুক্তরাষ্ট্রের গণবিধ্বংসী একটি রাসায়নিক অস্ত্র বলে মনে করা হয়। ন্যামের মৃত্যুর জন মালয়েশিয়া উত্তর কোরিয়াকে দায়ী না করলেও বলছে, এর পেছনে যে দেশটির হাত রয়েছে তা স্পষ্ট। ১৩ ফেব্রুয়ারি বিমানবন্দরে তার মুখে কিছু ছিটিয়ে দেয়ার পর হাসপাতালে নেয়ার পথে মারা যান ন্যাম। তার মরদেহ এখনো হাসপাতালের মর্গে রয়েছে। মালয়েশিয়া ন্যামের মরদেহের ময়নাতদন্ত করতে চাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। মালয়েশিয়ার উদ্দেশ্য খারাপ বলেও মনে করছে দেশটি। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেছেন, মালয়েশিয়ার কেমিস্ট্র ডিপার্টমেন্ট যেটি দিয়ে ন্যামের মুখ ও চোখ মুছেছিলেন তাতে নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া গেছে। আরো কিছু রয়েছে কি না সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ব্রুনস বেনেট নামে এক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, ন্যামকে হত্যা করতে সামান্য একটু ভিএক্স প্রয়োজন হয়েছে। এনএফ/পিআর

Advertisement