আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার রঙিন কৃষিজমি

কৃষিজমি বলতে চোখের সামনে সবুজ একটা আবহ ফুটে উঠলেও ফটোগ্রাফার জশ স্মিথ তুলে ধরেছেন ভিন্ন চিত্র। অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলের উপর দিয়ে বিমানে উড়ে যাওযার সময় তিনি যে ছবিগুলো তুলেছেন সেখানে দেখা যাচ্ছে নানা রঙের সমারোহ। স্মিথ যে ছবিগুলো তুলেছেন তার একটিতে দেখা যাচ্ছে, কৃষিজমির ওপরে কৃষি যন্ত্র চালাচ্ছেন এক কৃষক। কৃষি জমিতে যন্ত্র চালানোর এই দৃশ্যটিও দারুণ ফুটিয়েছেন তিনি।  আরেকটি ছবিতে স্মিথ দেখিয়েছেন পরিচিত সবুজ কৃষিজমি। এই রঙিন কৃষিজমির ছবি তোলার বুদ্ধিটা তার মাথায় প্রথম আসে সিডনিতে একটি বেকারিতে বসে। বিভিন্ন ধরনের কৃষিজমি দেখে তিনি অবাক হয়েছেন এবং ভেবেছেন অন্য ক্রেতাদেরও দেখা উচিত কোথা থেকে পণ্যগুলো আসছে।স্মিথ বলেন, ‘আমাকে মন্ত্রমুগ্ধের মতো সেগুলো আকৃষ্ট করেছে, একবার জমিগুলো ওভাবে তৈরি করতে, কৃষি পণ্যগুলো উৎপাদন করতে কৃষকদের কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে এমন প্রশ্নও মনে আসেনি।’বিভিন্ন ফসল ও পোশাক কিভাবে উৎপাদিত হচ্ছে তা কিছুটা হলেও দেখার জন্য আকৃষ্ট হবে মানুষ- এই উদ্দেশ্য নিয়েই ছবি তোলার কাজ শুরু করেন স্মিথ। ২০১১ সাল পর্যন্ত এটা শুধুমাত্র কেবল শখ ছিল, কিন্তু কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে বন্যার কিছু ছবি বড় বড় পত্রিকায় ছাপানোর পর স্মিথের শখ কাজে রূপান্তরিত হয়ে গেল।এই সময়ের পর থেকে ছবি তোলাই স্মিথের জীবনের অংশ হয়ে যায়। স্মিথ মনে করেন, অস্ট্রেলিয়ার কৃষকেরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। সূত্র: বিবিসিএনএফ/পিআর

Advertisement