খেলাধুলা

ব্যাট হাতেও কোয়েটার ফিনিশার মাহমুদউল্লাহ

বল হাতে ছিলেন বিধ্বংসী। বল হাতে ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতেও দারুণ ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ১৯তম ওভারের শেষ বলে যদিও বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন সরফরাজ। তবে তার সঙ্গে ব্যাট হাতে দারুণ ফিনিশারের ভূমিকা পালন করেন রিয়াদ।জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ জুটিতে সরফরাজের সঙ্গে ৮ বলে ১৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ৪ বল খেলে ৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন সরফরাজ।যদিও কোয়েটার জয়ের পেছনে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান ছিল আসাদ শফিক আর আহমেদ শেহজাদের। দু’জন মিলে ১২.১ ওভারেই গড়েন ১০৫ রানের জুটি। এই জুটিতেই কোয়েটা জয়ের রসদ পেয়ে যায়।৪০ বলে ৫৪ রান করে আউট হন আহমেদ শেহজাদ। এরপর ৩৮ বলে ৫১ রান করা আসাদ শফিকও ফিরে যান। এ দু’জনের মাঝে মাঠে নেমেই রানআউটের শিকার হন কেভিন পিটারসেন। অথচ একটি বলও মোকাবেলা করতে পারেননি তিনি। রিলে রুশোও আউট হয়ে যান মাত্র ১৯ রান করে। বিনা উইকেটে ১০৫ থেকে ৪ উইকেটে ১৪২। হঠাৎ বিপদে পড়া কোয়েটার ব্যাটিং লাইনআপের ধ্বস থামান মাহমুদউল্লাহ আর সরফরাজ। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তারা দু’জন।  ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদই। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আইএইচএস/

Advertisement