রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক : বাসদ

গ্যাসের মূল্য বৃদ্ধির হীন পদক্ষেপ সাধারণ মানুষের জীবনে আরও দুর্ভোগ নেমে আসবে উল্লেখ করে এ সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)।বৃহস্পতিবার বাসদের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ গণবিরোধী ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন। সরকার ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা এবং ১ জুন থেকে এক চুলা ৯০০ টাকা ও দুই চুলা ৯৫০ টাকা নির্ধারণ করেছে।বিবৃতিতে বলা হয়, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং গাড়ি ও বাড়ি ভাড়া আকাশছোঁয়া তার ওপর আবার গ্যাসের মূল্য বৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলবে। গ্যাস উন্নয়ন তহবিলে কয়েক হাজার কোটি টাকা জমা থাকা সত্ত্বেও এবং রাষ্ট্রীয় সব গ্যাস কোম্পানিসমূহ লাভজনক অবস্থায় থাকার পরও গ্যাসের মূল্য বৃদ্ধি দুর্নীতিকে আরও পাকাপোক্ত করবে।বিবৃতিতে তিনি মহাজোট সরকারকে অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি এবং সর্বস্তরের মানুষের গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।এমইউএইচ/এএইচ/জেআইএম

Advertisement