খেলাধুলা

শুক্রবার থেকে শুরু টিম বাংলাদেশের শ্রীলংকা সফরের প্রস্তুতি

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট শেষে ১০ দিনের ছুটি কাটানোর পর এ ক্যাম্পকে লক্ষ্য করে ইতোমধ্যেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) রাতে ফেরার কথা রয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্যসব কোচিং স্টাফ, ফিজিও এবং ট্রেনাররা।শুক্রবার সকাল ১০টা থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হবে অনুশীলন। এর আগে সকালে সাড়ে নয়টা থেকে খেলোয়াড়রা রিপোর্ট করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে। এ লঙ্কানের অধীনেই শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এরপর একই দিন স্কিল নিয়ে কাজ করা হবে।শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ৩/৪ দিন অনুশীলন করার সুযোগ পাবে মুশফিক বাহিনী। তাই কন্ডিশনিং-স্কিল ক্যাম্প করার পর কাল (শুক্রবার) থেকে মাঠেও অনুশীলন করবে ক্রিকেটাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত থাকবেন এ সময়।বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কাল থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হচ্ছে। ক্যাম্পের শুরু থেকে সবাই থাকবে আশা করি। যারা নেই তারা আজ রাতের মধ্যেই ফিরে আসবেন।’কার অধীনে কিভাবে চলবে এ ক্যাম্প জানতে চাইলে সুজন আরও বলেন, ‘মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং দিয়ে অনুশীলন শুরু হবে। তারপর স্কিল নিয়ে কাজ। প্রধান কোচ (হাথুরুসিংহে) অবশ্যই থাকবেন। ওয়ালশের মনে হয় একটু দেরি হবে। বাকি সবাই চলে আসবে।’এদিকে, আনুষ্ঠানিক অনুশীলন না থাকলেও আজ বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের জিমনেশিয়ামে ব্যক্তিগত অনুশীলন করেছেন টেস্ট ও ওয়ানডে দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহীম। এছাড়া ইনডোরে ব্যাটিং অনুশীলনও করেছেন মুশফিক।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলমুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, রুবেল হোসেন, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।আইএইচএস/পিআর

Advertisement