আন্তর্জাতিক

পরমাণু চুক্তিতে ইসরায়েলের ক্ষতি হবে না : ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে যেন কোনো ধরনের হুমকি সৃষ্টি না করে তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। খবর নিউইয়র্ক টাইমস।ইরানের সঙ্গে চুক্তিতে ছয় রাষ্ট্রের সমঝোতা ও একটি অবকাঠামো তৈরির বিষয়কে বেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ওবামা। তিনি বলেছেন, ইরানকে পরামাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সুবর্ণ সুযোগ একবারই আসে।নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এ ধরনের (পরমাণু) ইস্যু যদি কূটনৈতিকভাবে সমাধান করা যায় তাহলে তা আরও বেশি নিরাপদ হবে। আমাদের মিত্রদের প্রতিরক্ষায় তা আরও ভালো অবস্থানে নিয়ে যাবে।চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন ওবামা। তিনি আরও বলেন, ইসরায়েল যদি কখনো অন্য কোনো দেশের আক্রমণের শিকার হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।এর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে অনুষ্ঠিতব্য চুক্তির বিরোধিতা করে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বিষয়টি ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ও ইরানের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে বারবার আহ্বান জানিয়ে আসছেন।এসএস/বিএ/আরআইপি

Advertisement