বিনোদন

বাউল করিমের বাড়িতে শুরু হচ্ছে লোক উৎসব

‘বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো, বসন্ত বাতাসে’। ভাটির পুরুষ বলে খ্যাত বাউল-সাধক শাহ্ আবদুল করিমের বিখ্যাত প্রেমভক্তি একটি গান। এবারের উৎসবের প্রতিবাদ্যও এটি।ভাটিতে বসে লিখেছেন। কিন্তু কালের পরিক্রমায় বাউল করিমের গানের মর্মবাণী উজানের ধারাকেও ছাড়িয়ে গেছে। ‘বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, কেন পিরিতি বাড়াইলিরে বন্ধ’সহ অসংখ্য গানের রচিয়তা আবদুল করিম আজ বাউল জগতের প্রাণপুরুষ। মানবেতর জীবন কাটিয়েছেন বটে, তবে গান সাধনায় মুক্তি পেয়েছেন। তাই তো অমর এই সাধক মৃত্যুর পর আরো জীবন্ত হয়ে উঠছেন। গুণী এই বাউলের গান নিয়ে উৎসব হয় দেশের বিভিন্ন প্রান্তরে।তারই ধারাবাহিকতায় আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭।’ বাউলের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে শাহ্ আবদুল করিম পরিষদ। সুনামগঞ্জের দিরাইয়ে বাউলের নিজ বাড়ি উজানধলে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের পৃষ্ঠপোষক জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অল টাইম এবং এতে সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাহ্ আবদুল করিমের ছেলে শাহ্ নূর জালাল, অল টাইম’র হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকার’র ব্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিনসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘শাহ্ আবদুল করিম আজ বাউল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার গান এবং সৃষ্ট কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সময়ের দাবি। উৎসবে আমরা থাকতে পেরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্য মনে করছি।’শাহ্ আবদুল করিমের ছেলে শাহ্ নূর জালাল বলেন, ‘বাবা (শাহ্ আবদুল করিম) কোনো বিশেষ অঞ্চলের মানুষের জন্য গান লেখেননি। তার গান, সুর- সমগ্র মানবের জন্য।’তিনি আরও বলেন, ‘দুই দিনব্যাপী উৎসবে বাবার জীবনী এবং কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি দেশের বিখ্যাত শিল্পীরা গান পরিবেশন করবেন।’এএসএস/এলএ

Advertisement