একুশে বইমেলা

‘পাশ ফিরে শোও’ কাব্যগ্রন্থ নিয়ে মেলায় মিজান খান

‘পাশ ফিরে শোও’ কাব্যগ্রন্থ নিয়ে মেলায় মিজান খান

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিজান খানের কবিতার বই ‘পাশ ফিরে শোও’।বইটি প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন। এটির প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। বইটির দাম রাখা হয়েছে ১৩৫ টাকা।`পাশ ফিরে শোও’ কবিতার বই প্রসঙ্গে কবি মিজান খান জানান, বইটিতে প্রেম, প্রকৃতি, বিরোহ নিয়ে কবিতাগুলো  চিত্রায়িত করা হয়েছে। যা পাঠকদের হৃদয়কে আন্দোলিত করবে।এদিকে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাকার ও নাট্যকার ইসহাক খান, শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী, কবি ইলিয়াস ফারুকী, সাহিত্যিক মুনীরা আক্তার প্রমুখ।এমআরএম/জেআইএম

Advertisement