জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেয়ার পর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ভবনের ছাদে পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা।এদিকে, বেলা সাড়ে এগারটার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনিরসহ চার আইনজীবী তার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দেয়। পরে তারা জানায়, এই সাক্ষাতের পরই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।এসএস/বিএ/এমএস

Advertisement