আন্তর্জাতিক

লন্ডনের ইতিহাসে প্রথম নারী পুলিশ প্রধান

বৃটিশ সরকার সন্ত্রাসবিরোধী অভিযানে অভিজ্ঞ নারী পুলিশ কর্মকর্তা ক্রেসিডা ডিককে পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৮৮ বছরে লন্ডন পুলিশ ফোর্সের ইতিহাসে এই প্রথম কোনো নারী পুলিশ কর্মকর্তাকে এই পদে বসানো হলো। ৪৩ হাজার ফোর্সের প্রধান পদে নিযুক্ত হওয়ার পর ৫৬ বছর বয়সী ডিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এই সুযোগ পাওয়ায় আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। বড় দায়িত্ব এলো আমার কাঁধে।’ ক্রেসিডা ডিক ২০১৫ সালে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার পদ ছেড়ে লন্ডন পুলিশ ফোর্সে যোগ দেন। ডিককে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডে নিযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ব্রিটেনের রানী এলিজাবেথ-২ ডিককে নিয়োগ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করে ডিক ১৯৮৩ সালে কনস্টোবল পদে প্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৫ সালে ভুল খবরের জের ধরে সন্ত্রাস দমন অভিযানে আত্মঘাতী বোমারু ভেবে ব্রাজিলিয়ান যুবক জিন চার্লসকে গুলি করে মারার অভিযোগ রয়েছ ডিকের উপর। লন্ডনের মেয়র সাদিক খান এক বিবৃতিতে জানান, ‘ক্রেসিডা ডিক ইতিহাস তৈরী করলেন। তার অভিজ্ঞতা পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করবে।’ টিটিএন/আরআইপি

Advertisement