সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারমুকের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে যখন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর তীব্র সংঘর্ষ চলছে তখন এ উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ।ইয়ারমুকের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ সংস্থা বা ডব্লিউএনআরডব্লিউএ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের ইয়ারমুকের ফিলিস্তিনি শরণার্থী শিবির আগে কখনো এমন গভীর হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে পড়েনি।চলতি মাসের ১ তারিখে আইএসআইএল এর সন্ত্রাসীরা এ শিবিরে ঝটিকা হামলা চালায়। আর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এ হামলা পরিচালনা করেছে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের সহযোগিতায়। সিরিয়ার অনেক স্থানেই আন-নুসরার সঙ্গে আইএসআইএল’এর সংঘাত চললেও ইয়ারমুকে তারা একযোগেই হামলা করেছে।এ শিবিরটির ৯০ শতাংশের বেশি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ বলছে, ব্যাপক সংখ্যক নারী ও শিশুসহ শিবিরের ১৮ হাজার বেসামরিক মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। শিবিরে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘ। এসএস/এআরএস/পিআর
Advertisement