আন্তর্জাতিক

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অবস্থার অবনতি

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারমুকের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে যখন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর তীব্র সংঘর্ষ চলছে তখন এ উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ।ইয়ারমুকের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ সংস্থা বা ডব্লিউএনআরডব্লিউএ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের ইয়ারমুকের ফিলিস্তিনি শরণার্থী শিবির আগে কখনো এমন গভীর হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে পড়েনি।চলতি মাসের ১ তারিখে আইএসআইএল এর সন্ত্রাসীরা এ শিবিরে ঝটিকা হামলা চালায়। আর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এ হামলা পরিচালনা করেছে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের সহযোগিতায়। সিরিয়ার অনেক স্থানেই আন-নুসরার সঙ্গে আইএসআইএল’এর সংঘাত চললেও ইয়ারমুকে তারা একযোগেই হামলা করেছে।এ শিবিরটির ৯০ শতাংশের বেশি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ বলছে, ব্যাপক সংখ্যক নারী ও শিশুসহ শিবিরের ১৮ হাজার বেসামরিক মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। শিবিরে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘ। এসএস/এআরএস/পিআর

Advertisement