আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীর কোনো কোনো অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রাজশাহীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। সূত্র: আবহাওয়া অধিদফতর। এনএফ/আরআইপি
Advertisement