জাতীয়

কামারুজ্জামানের সাক্ষাৎ চেয়ে আইনজীবীদের আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন তার আইনজীবীরা।সোমবার সকালে রিভিউ আবেদন নিষ্পত্তির পর জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এক চিঠির মাধ্যমে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।তিনি জাগো নিউজকে বলেন, আমরা মূলত রিভিউ আবেদনের পর করণীয় ঠিক করতে কামারুজ্জামানের সাথে দেখা করবো। তার কাছ থেকে পরামর্শ চাওয়া হবে।শিশির মনির বলেন, কামারুজ্জামানের সঙ্গে বিকেল ৪টায় দেখা করার জন্য কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। অনুমতি মিললে কামারুজ্জামানের সঙ্গে ক্ষমা চাওয়ার বিষয়ে তার পরামর্শ নেয়া হবে।তবে তিনি বলেন, ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করতে কামারুজ্জামানের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। তিনি ক্ষমা চাওয়ার বিষয়ে রাজি হলে আদালতের কাছে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির একটি বেঞ্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। গত ৫ মার্চ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা। লিখিত রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি তুলে ধরা হয়। ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষর শেষে সর্বমোট ৫৭৭ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করা হয়। গত বছরের ৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জেইউ/বিএ/পিআর

Advertisement