জাতীয়

২০১৫ সালে শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজ শুরু হবে

২০১৫ সালের জানুয়ারি নাগাদ তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট নিরসন সংক্রান্ত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, শীতলক্ষ্যা নদীর ওপর প্রায় ৩৭৭ কোটি টাকা ব্যয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের জানুয়ারি নাগাদ নির্মাণ কাজ শুরু হবে। সেতুর নিমার্ণ কাজ শেষ হবে ২০১৮ সালে। আর ১২৯০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে সৌদি আরব ২৭৭ কোটি টাকা ঋণ সহায়তা দেবে।মন্ত্রী বলেন, মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণকাজের সময়ে আশেপাশের এলাকায় সৃষ্ট যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এবং রক্ষণাবেক্ষণ কাজ তদারকির জন্য ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন’কে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়ছে। এ কমিটি প্রাথমিকভাবে আগামী কোরবানি ও দূর্গাপূজা উপলক্ষে কাজ করবে এবং মগবাজার ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন পর্যন্ত কমিটির কাজ অব্যাহত থাকবে।এ সময় সভায় সড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী, সওজ’র প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খানসহ প্রশাসন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement