খেলাধুলা

মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ম্যাচ গোলশূন্য

ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের কাছে। হার দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব শুরু করা ঢাকার জায়ান্টদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে; কিন্তু সাদা-কালোরা সেটা পারেনি। আয়োজকদের সঙ্গে গোলশূন্য ড্র করায় বিদায় ঘণ্টা বাজার অপেক্ষায় তারা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলতো। ড্রয়ের পর এখন তাদের শেষ ম্যাচ থেকেও এক পয়েন্ট প্রয়োজন হতে পারে। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। এ ম্যাচ ড্রয়ে অনেকটা জমে গেছে ‘ডি’ গ্রুপ। অবস্থাটা এমন দাঁড়িয়েছে গ্রুপের চার দলের সামনেই আছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আইএইচএস/জেআইএম

Advertisement