দেশজুড়ে

সাতক্ষীরায় আইটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা সদর উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে আইসিটি প্রশিক্ষণ শুরু করেছে বাংলানেট টেকনোলজিস লিমিটেড। দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের মাধ্যমে  আইসিটি প্রশিক্ষনের ব্যবস্থা করেছে । প্রথম পর্যায়ে ইউনিয়ন লেভেলে ২০ জন করে নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে । সীমান্ত আদর্শ কলেজে ০২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ভোমরা ইউনিয়নে ২০ জন করে ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন  মাননীয় সংসদ সদস্য জানাব মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহ আব্দুল সদী এর  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর এর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান বাবু, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ জনাব আসদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বাংলানেট টেকনোলজিস এর চেয়ারম্যান জোবায়ের আল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন  সীমান্ত কলেজের অধ্যপক মো; মনিরুজ্জামান । প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি দূরদর্শী পদক্ষেপ। মানুষ এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকেন। এই প্রশিক্ষনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুরুত্বের সাথে প্রশিক্ষণ গ্রহণ শেষ করে নিজেদেরকে সম্ভাবনাময় আইসিটি খাতে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে। এআরএস/এমএস

Advertisement